সম্পর্কে তাঁরা ২ বোন। তবে তুতো বোন। তাতে কী, দুজনে একেবারে হরিহরাত্মা। কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না। ২ বোনের মধ্যে এমন ভালবাসা নতুন নয়। কিন্তু এঁরা ২ জন সেই ভালবাসাকে বিবাহবন্ধনে আবদ্ধ করে ফেললেন। আর তাতেই আঁতকে উঠেছে মন্দিরের শহর বারাণসী। সেখানেই এক মন্দিরে বিয়ে করেন এই ২ বোন। খবর পৌঁছতেই বিশাল জনতা মন্দিরের সামনে হাজির হয়। কিন্তু কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সেখান থেকে চলে যান বিবাহিত ২ বোন।
এই ঘটনাই বোধহয় বারাণসীর মত শহরে প্রথম সমলিঙ্গ বিবাহের উদাহরণ হয়ে থাকবে। পরে সোশ্যাল সাইটে বিয়ের ফোটোও পোস্ট করেন তাঁরা। রানি রঙের বিয়ের পোশাকেই ২ জনে ফোটো দেন। সেই ফোটো ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল। ওই ২ তুতো বোন বারাণসীর একটি শিব মন্দিরে হাজির হন জিনস ও টিশার্ট পড়ে। তাই প্রথমে তাঁদের দেখে পুণ্যার্থীদের মধ্যেই কেউ বলে মনে হয়েছিল। কিন্তু তাঁরা সেখানে হাজির হয়ে সোজা চলে যান পুরোহিতের কাছে। বলেন তাঁরা বিয়ে করতে চান।
পুরোহিত এমন কথা শুনে কার্যত আঁতকে ওঠেন। ২ বোন একে অপরকে বিয়ে করতে চায়! স্তম্ভিত অবস্থা কাটিয়ে পুরোহিত সাফ জানিয়ে দেন এমন বিবাহ তিনি করাতে পারবেন না। কিন্তু ২ বোনও নাছোড়। তাঁরা জানিয়ে দেন তাঁদের বিয়ে না দিলে তাঁরাও মন্দির চত্বর ছেড়ে নড়বেন না। পুরোহিতকে বারবার অনুরোধও করতে থাকেন তাঁরা।
অবশেষে মন গলে পুরোহিতের। তিনি রাজি হয়ে যান। দ্রুত জিনস আর টিশার্টের ওপরই রানি রঙের বিয়ের চূর্ণি ও পোশাক চাপিয়ে নেন ২ কন্যা। তারপর বিয়েতে বসে পড়েন। বিয়ের সব অনুষ্ঠান সম্পূর্ণ হতে হতেই খবরটা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর পেতেই একসঙ্গে মন্দিরের সামনে হাজির হন। দৃশ্যতই ক্ষুব্ধ ছিলেন তাঁরা। এদিকে বিয়ের অনুষ্ঠান ততক্ষণে শেষ হয়েছে। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে যাতে পড়তে না হয় সেজন্য দ্রুত মন্দির ছাড়েন ২ সদ্য বিবাহিতা তুতোবোন।
২ বোনকে না পেয়ে জনতার সব রাগ গিয়ে পড়ে পুরোহিতের ওপর। পুরো ভিড়টাই পুরোহিতকে ২ কন্যার বিয়ে দেওয়া নিয়ে দুষতে থাকে। জনতার প্রবল ক্ষোভের মুখে পড়েন পুরোহিত। বারাণসী শহরে এমন ঘটনার কথা ছড়িয়ে পড়তেও সময় নেয়নি। মন্দিরের শহরে এমন কাণ্ডে কার্যতই চর্চা শুরু হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা