National

২টি বিমানে বোমা থাকার খবর দিয়ে গ্রেফতার হতাশ প্রেমিক

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এখান থেকে ২টি চেন্নাইগামী বিমান ওড়ার জন্য তৈরি হচ্ছিল। ১টি ইন্ডিগোর বিমান। অন্যটি ট্রুজেট-এর বিমান। এই ট্রুজেট বিমানের যাত্রী হিসাবেই বিমানবন্দরে হাজির হয় কে ভি বিশ্বনাথন নামে ২৪ বছরের এক যুবক। কিছুক্ষণ পর সে নিজেই বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায় এখানে ২টি বিমানে বোমা রয়েছে।

বিমানে বোমা রয়েছে, এমন যে কোনও খবরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতগুলো মানুষের জীবনের প্রশ্ন। ফলে দ্রুত ইন্ডিগো ও ট্রুজেটের ২টি বিমানে সিআইএসএফ ও বম্ব ডিসপোজাল টিম তন্নতন্ন করে খোঁজ শুরু করে। কিছু পরে তারা নিশ্চিত হয় যে বিমান ২টিতে বোমা নেই। সম্পূর্ণ ভুয়ো খবর দেওয়া হয়েছিল।


বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর পাওয়ার পরই ওই যুবককে পাকড়াও করা হয়। পরে হায়দরাবাদ পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশ জানাচ্ছে ওই যুবক ধাতস্থ অবস্থায় নেই। বিমানবন্দরে সে এসেছিল মদ্যপান করে। প্রেমে ব্যর্থ হয়ে তার এই অবস্থা। মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিমানবন্দরে ভুয়ো খবর দেওয়ায় তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button