জমিয়ে রান্না হয়েছিল মাংস। জিভে জল আনা গন্ধও বার হচ্ছিল। আর মাংসও রয়েছে অঢেল। একটা গোটা খাসি বলে কথা! তার থেকে কম মাংস বেরিয়েছে নাকি! ১০ জনে মিলে খাওয়ার জন্য একটা খাসির মাংস যথেষ্ট। ফলে রান্না শেষে সবাই বেশি করে মাংস নিয়ে ভোজ শুরু করেন। বেশ কিছুটা খাওয়ার পরই সব রসনা সুখ উধাও। সকলেরই তখন বমি উঠে আসছে। শরীর কেমন করছে।
১০ জনই বমি করতে শুরু করেন। নেতিয়ে পড়তে থাকেন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁদের ১ জনের মৃত্যু হয়। বাকি ৯ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলা জেলার চাপকা কাথারতোলি গ্রামে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকি ৬ জন খুব সুস্থ নন।
পুলিশ জানাচ্ছে, খাসির মাংস খেয়ে মৃত ব্যক্তির নাম জিঠু ওঁরাও। বয়স ৬৫ বছর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, যে খাসিটি তাঁরা রান্না করেছিলেন, তা গত বুধবার মারা গিয়েছিল। প্রচুর কীটনাশককে খাবার ভেবে খেয়ে মৃত্যু হয় ওই ছাগলের। তার শরীরে কীটনাশকের বিষ ছড়িয়ে গিয়েছিল। এদিকে মরা ছাগল ফেলে না দিয়ে তা দিয়ে ভোজ করার পরিকল্পনা করেন গ্রামের ১০ জন। মরা ছাগলের সেই বিষাক্ত মাংস কেটে রান্না করে খান তাঁরা। তারপর সেই বিষই পেটে গিয়ে এই ভয়ংকর কাণ্ড ঘটায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা