আদালতেই বিয়ে করেন তাঁরা। বিয়ে সেরে আদালতের ৩ নম্বর গেটের সামনে অপেক্ষা করছিলেন পুলিশি নিরাপত্তার জন্য। অবশ্যই এই বিয়ের ফল বড় একটা সুখের নাও হতে পারে বলে একটা আতঙ্ক ছিল। হলও তাই। পুলিশি নিরাপত্তার জন্য অপেক্ষারত অবস্থায় এলাহাবাদ হাইকোর্টের ৩ নম্বর গেটের সামনে থেকে তাঁদের তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতি। একেবারে আদালত চত্বর থেকে এভাবে তুলে নিয়ে যাওয়ার পর পুলিশ সর্বশক্তি দিয়ে তাঁদের খুঁজতে নামে। সফলও হয়। দুপুরে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। দম্পতিকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদেরও গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ আদালতে বিয়ে সেরে এলাহাবাদ হাইকোর্টের ৩ নম্বর গেটের সামনে তখন ওই সদ্য বিবাহিত দম্পতি। মেয়ে আমরোহার। ছেলে মোরাদাবাদের। পরিবারের অমতেই বিয়ে। তাই আদালতে এসে নিজেদের দাম্পত্যকে সরকারি স্বীকৃতি দিয়েছিলেন দুজনে। কিন্তু তার পরেই আদালত চত্বরে দাঁড়িয়ে থাকার সময় তাঁদের সামনে একটি কালো গাড়ি এসে থামে।
ওই কালো গাড়ি থেকে বেরিয়ে আসে কয়েকজন অপহরণকারী। এরা সকলেই ওই মেয়েটির পরিবারের লোকজন ছিল বলে জানিয়েছে পুলিশ। গাড়িটির নম্বর প্লেট থেকে পুলিশ জানতে পারে ওটি আগ্রার গাড়ি। গাড়ির পিছনের কাচে চেয়ারম্যান কথাটা লেখা ছিল বলেও তদন্তে নেমে জানতে পারে পুলিশ। প্রাণপণ ঝাঁপিয়ে পড়ে পুলিশ। তার ফলও মেলে হাতে নাতে। দুপুরের মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার হয় দম্পতি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা