বিশাল রাজপথে থৈথৈ করছে দুধ। সাদা হয়ে গেছে পিচ ঢালা রাস্তা। না কোনও দুর্ঘটনা নয়। রাস্তার ওপর দুধ ঢেলে হল প্রতিবাদ। রাজপথ ভেসে গেল শয়ে শয়ে লিটার দুধে। একটু আধটু নয়, ৪ হাজার লিটার দুধ ঢেলে নষ্ট করা হল রাস্তায়। তাও হল গোয়া বিধানসভার সামনে। যখন ভিতরে চলছে রাজ্যের বাদল অধিবেশন।
কেন এভাবে এত দুধ রাস্তা ঢেলে নষ্ট করলেন ব্যবসায়ীরা? বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা প্রত্যেকদিনই দুধের যোগান দেন গোয়ায়। গোয়ায় ২টি নিয়ামক সংস্থা রয়েছে সুরাট মিল্ক ইউনিয়ন লিমিটেড এবং গোয়া ডেয়ারি। এই দুধ ব্যবসায়ীরা সুরাট মিল্ক ইউনিয়ন লিমিটেডের জন্য দুধ উৎপাদন করে থাকেন। সোমবার তাঁরা দুধ পাঠানোর পর সংগঠনের তরফে তাঁদের জানানো হয় যে দুধ পাঠানো হয়েছে তা নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ফলে পুরো লট ফেরত যাবে।
এটা মেনে নিতে পারেননি দুধ ব্যবসায়ীরা। তাঁরা দুধ নিয়ে হাজির হন গোয়া বিধানসভার সামনে। তারপর দুধের নমুনা নিয়ে এর বিহিত চেয়ে বিধায়কের সঙ্গে দেখা করতে চান। কিন্তু অধিবেশন চলায় সুরক্ষাকর্মীরা তাঁদের অনুরোধ মেনে নিতে পারেননি। তাঁদের ঢুকতে দেননি। সেই ক্ষোভে তাঁরা বিধানসভার সামনেই সব দুধ রাস্তায় ঢেলে প্রতিবাদে মুখর হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা