National

ট্রাফিক পুলিশকে অপহরণ করে বেড়াতে নিয়ে গেল অপহরণকারীরা

ততক্ষণে গাড়ির লাইন পড়ে গেছে। সকলেই হর্ন দিচ্ছেন রাস্তা ছাড়ার জন্য। কিন্তু কে কার কথা শোনে। একেবারে রাস্তার মাঝখানে একটা ধূসর রঙের হোন্ডা সিটি গাড়ি নিজের মত করে পথ আটকে দাঁড়িয়ে আছে। এদিকে এভাবে রাস্তায় যানজট লেগে যাওয়ায় তৎপর হন সেখানে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশকর্মী বিকাশ মুণ্ডে। তিনি এগিয়ে গিয়ে ওই গাড়ির কাচে টোকা মারেন। কাচ নামায় স্টিয়ারিংয়ে থাকা যুবক।

বিকাশের দাবি, মুম্বইয়ের চেম্বুরের ছেদা নগর এলাকায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই গাড়ির কাচ নামতেই তিনি বুঝতে পারেন স্টিয়ারিঙয়ে থাকা যুবক মদ্যপান করে আছে। গাড়ির মধ্যেও মদের বোতল আর বিয়ারের ক্যান পড়ে আছে। বিকাশ মুণ্ডে তখন যানজটটা কাটাতে আগে গাড়িটি রাস্তায় ধারে পার্ক করতে বলেন। এতে তর্ক জুড়ে দেয় ওই যুবক। গাড়ি থেকে নেমে আসে তার সঙ্গে থাকা আরও ২ যুবক। তারাও তখন মদ্যপান করে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সামান্য কথা কাটাকাটির পর ওই ২ যুবক বিকাশ মুণ্ডেকে চেপে ধরে গাড়িতে টেনে ঢুকিয়ে নেয় বলে অভিযোগ।


ট্রাফিক পুলিশ বিকাশ মুণ্ডেকে গাড়িতে তোলার পর গাড়িটি ফের চলতে শুরু করে। বেশ দ্রুতই গাড়ি এগিয়ে যায়। এই দেখে বিকাশের সহকর্মীরা দ্রুত পুলিশ কন্ট্রোলে খবর দেন। ট্রাফিক পুলিশকে অপহরণ করে পালাচ্ছে অপহরণকারীরা। ফলে পুলিশ দ্রুত তাদের পিছু ধাওয়া করে। ভিকরোলি ট্রাফিক পুলিশ ওই গাড়িটির পিছু ধাওয়া করে। অবশেষে ৩ কিলোমিটার পর্যন্ত ছোটার পর ইস্টার্ন এক্সপ্রেসওয়ের ওপর ঘাটকোপারের কাছে গাড়িটি দাঁড়ায়।

গাড়ি থেকে টেনে নামানো হয় ৩ জনকে। উদ্ধার করা হয় বিকাশ মুণ্ডেকে। তারা জানায় বিকাশ মুণ্ডেকে নিয়ে তারা জয়রাইড বা গাড়িতে করে প্রমোদ ভ্রমণে বেরিয়ে পড়েছিল। ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ১ জন এর মধ্যেই পালিয়ে যায়। পুলিশ জানাচ্ছে যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে তারা থানের বাসিন্দা। একজনের বয়স ২১, অন্যজনের ২২। তারা ভাল পরিবারের সন্তান। বাবার উপহার দেওয়া গাড়িতে বন্ধুদের নিয়ে আনন্দের যাত্রায় বেরিয়ে পড়েছিল তাদের একজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button