ছোটা সাকিল বা দাউদ ইব্রাহিমের মত ডনের নাগাল পাওয়ার জন্য তাদের একদম কাছের কাউকে হাতে পাওয়া জরুরি ছিল পুলিশের। সেই লক্ষ্যপূরণ হল মুম্বই পুলিশের। ছোটা সাকিলের ডানহাত বলে পরিচিত আফরোজ ওয়াদারিয়াকে গ্রেফতার করল তারা। তাকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। দুবাই থেকে মুম্বইতে নামতেই তাকে গ্রেফতার করা হয়। আফরোজকে পাকড়াও করতে লুক আউট নোটিস জারি করেছিল পুলিশ।
লুক আউট নোটিস থাকায় সব বিমানবন্দরকেই তার ছবি ওই বিস্তারিত তথ্য দিয়ে সতর্ক করা ছিল। গত ২৬ জুন তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। গত মঙ্গলবার তাই মুম্বই বিমানবন্দরে নামতেই তাকে চিহ্নিত করেন বিমানবন্দরের কর্মীরা। তারপরই তাকে গ্রেফতার করা হয়। ভয় দেখিয়ে টাকা আদায় ও অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ছোটা সাকিল ও দাউদ ইব্রাহিমের নাগাল পেতে চাইছে। পুলিশ জানতে পেরেছে দাউদ ইব্রাহিমের ডান হাত বলে পরিচিত ফতিম মচমচ-এর সঙ্গে আফরোজের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
দাউদ ইব্রাহিম ও ছোটা সাকিলের হাওয়ালার কারবার এই আফরোজ ওয়াদারিয়াই সামলাত। মুম্বই ও সুরাট শহরে এই হাওয়ালার কারবার সামলানো ছিল তার দায়িত্বে। ২ ডনের নির্দেশেই কাজ করত সে। আফরোজ ওয়াদারিয়া একাধিক নামে পরিচিত ছিল। অন্ধকার জগত তাকে আহমেদ রাজা নামেও চেনে। এখন এই বড় মাছকে জালে পেয়ে দাউদ ও ছোটা সাকিলের নাগাল পুলিশ পেতে পারে কিনা সেটা সময় বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা