National

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা, ফের কর্ণাটকে বিজেপির শাসন

কর্ণাটকে একটানা রাজনৈতিক অচলাবস্থা চলার পর অবশেষে পতন হয় কংগ্রেস সমর্থিত জনতা দল ইউনাইটেড সরকারে। হার মানেন কুমারস্বামী। তার ৩ দিন পর শুক্রবার কর্ণাটকে সরকার গড়ার দাবি নিয়ে হাজির হন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। রাজ্যপালের কাছে এই দাবি জানানোর পর এদিন বিকেলে তাঁকে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।

বিএস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেও অন্য কোনও মন্ত্রী শপথ গ্রহণ করেননি। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেন বিরোধীরা। ৭৫ বছরের বিএস ইয়েদুরাপ্পা শপথগ্রহণ করেন চতুর্থ বারের জন্য। কর্ণাটকে বলেই নয়, বিজেপির দাক্ষিণাত্যে পদার্পণ ঘটেছিল বিএস ইয়েদুরাপ্পার হাত ধরেই। লিঙ্গায়ত গোষ্ঠী থেকে তিনি মুখ্যমন্ত্রী হন।


কংগ্রেসকে সঙ্গে নিয়ে জেডিএস কিন্তু তাদের পুরো সময় সরকার চালাতে পারল না। ভোটের পর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গিয়ে শেষ মুহুর্তে সরে আসে বিজেপি। কুমারস্বামী মুখ্যমন্ত্রীর আসনে বসেন। কিন্তু তারপর থেকেই কংগ্রেসের সাহায্যে গড়ে ওঠা সরকারের অন্দরমহলে অশান্তি চলছিল। অবশেষে সেই সরকার পড়ে গেল কয়েকজন বিধায়কের ইস্তফাকে সামনে রেখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button