স্বামীর সঙ্গে ঝগড়া। পারিবারিক অশান্তি। এসব গড়িয়েছিল থানা পুলিশ পর্যন্ত। তাঁর স্বামী পেশায় পুলিশ ইন্সপেক্টর মনোজ গুপ্তার বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী পুনম গুপ্তা। পুনমের অভিযোগের ভিত্তিতে মনোজ গুপ্তা সাসপেন্ডও হন। এদিকে স্বামীর সঙ্গে চূড়ান্ত অশান্তি থানায় গড়ানোর পর পুনম বাপের বাড়ি পাটনায় চলে যান। জামশেদপুরে শ্বশুরবাড়িতে ফেরেন শুক্রবার।
স্ত্রী ফিরতেই ফের শুরু হয় অশান্তি। স্ত্রীর অভিযোগেই তাকে সাসপেন্ড হতে হয়েছে। সে রাগ হয়তো পোষাই ছিল মনের মধ্যে। ফলে স্ত্রীকে বাড়িতে দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠে মনোজ। দুজনের প্রবল ঝগড়া শুরু হয়। সে সময় বাড়িতে ছিলেন পাড়ারই এক প্রতিবেশি ও মনোজের মা। তাঁরা দুজনে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে এগিয়ে যান।
রাগে তখন অন্ধ মনোজ গুপ্তা। মনোজ রিভলভার বার করে স্ত্রী, তার মা ও প্রতিবেশি ৩ জনকেই গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মনোজের মায়ের। তার স্ত্রী পুনম ও প্রতিবেশিকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আপাতত চিকিৎসাধীন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জামশেদপুরের সোনারি এলাকায় ঘটনাটি ঘটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা