National

এক কানোয়ারিয়ার পা টিপে দিলেন পুলিশ সুপার

শ্রাবণ মাসে কানোয়ার যাত্রা করেন অনেক শিব ভক্ত। শিবেরই পুজো। বাংলায় যেমন বাঁক কাঁধে পায়ে হেঁটে অনেক কষ্ট সহ্য করে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যান, তেমনই উত্তরপ্রদেশের কানোয়ারে শিবভক্তদের ভিড় জমে। বহু দূরদূরান্ত থেকে মানুষ এখানে এসে হাজির হন। এই যাত্রাপথে বেশ কয়েক জায়গায় শামলি জেলার পুলিশ সুপারের উদ্যোগে তৈরি হয়েছে মেডিক্যাল ক্যাম্প। বিশেষত কানোয়ারিয়াদের জন্য এই ক্যাম্পের বন্দোবস্ত।

এমনই একটি ক্যাম্পের উদ্বোধন করেন শামলির পুলিশ সুপার অজয় কুমার। তাঁকে ওই ক্যাম্পে আসা এক কানোয়ারিয়ার পা টিপে দিতে দেখা গেছে একটি ভিডিওতে। সেই ভিডিও পুলিশের তরফেই সোশ্যাল সাইটে প্রকাশ করা হয়। জানানো হয়েছে এক কানোয়ারিয়ার ‘সেবা’ করতে দেখা যাচ্ছে স্বয়ং পুলিশ সুপারকে। এই সেবা নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক পুলিশ সুপার পদাধিকারীকে এভাবে কারও পা টিপে দিতে দেখে অনেকেই হতবাক।


কানোয়ারিয়াদের যাতে যাত্রা পথে কোনও সমস্যা না হয় সে জন্য এলাহি আয়োজন করেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন কানোয়ারিয়ারা যে পথে যাত্রা করবেন সেই পথে যত স্কুল পড়ে সব বন্ধ রাখতে হবে। এই রাস্তা ধরে কোনও যানবাহনও যাতায়াত করতে পারবেনা। সেইসঙ্গে হেলিকপ্টার থেকে কানোয়ারিয়াদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণেরও নির্দেশ দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button