রবিবার ভোর। ঘড়ির কাঁটায় ৫টা ৪০। ৪ বন্ধু মিলে বেরিয়েছিলেন লংড্রাইভে। ফাঁকা রাস্তায় গাড়ি ছুটছিল হাওয়ার গতিতে। কিন্তু সেই গতিই হয়তো কাল হল। গতির ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে ডিভাইডারের ল্যাম্পপোস্টে। ল্যাম্পপোস্ট তো উপড়ে যায়ই। সেই সঙ্গে ল্যাম্পপোস্ট লাগোয়া রেলিংও উপড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় পুলিশ।
পুলিশ জানাচ্ছে একটি হোন্ডা সিটি গাড়িতে ৪ জন সওয়ার ছিলেন। এঁদের সকলেরই বয়স ১৮ থেকে ২১-এর মধ্যে। দ্রুত তাঁদের গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মালকা গঞ্জের বাসিন্দা ১৮ বছরের প্রভজ্যোৎ সিং ও ২০ বছরের তরুণী রুবালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ২ জনের অবস্থাও আশঙ্কাজনক। ২১ বছরের তরুণ কেশব ও ১৯ বছরের তরুণী অরসপ্রীতের চিকিৎসা চলছে।
দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির বিবেক বিহার এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তাদের প্রাথমিক অনুমান আনন্দ করতে ২ বান্ধবীকে নিয়ে গাড়িতে লংড্রাইভে বার হয়েছিলেন কেশব ও প্রভজ্যোৎ সিং। কিন্তু অতিরিক্ত গতিতে গাড়ি চালানো তাঁদের এই অবস্থার কারণ হল। ঘটনার জেরে এলাকায় ওই ভোরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা