পুরোটাই অঙ্ক। আর সেই অঙ্ক বলছিল বিজেপি অনায়াসে জিতছে। হলও তাই। সোমবার সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিল বিজেপি। ফ্লোর টেস্টে তারাই জয়ী হল। কর্ণাটকে কংগ্রেস সমর্থিত জেডিএস সরকারের জায়গা নিল বিএস ইয়েদুরাপ্পার বিজেপি সরকার। ১০৫ ছিল ম্যাজিক ফিগার, যা তাদের ও নির্দল বিধায়কদের ভোটে জিতে যায় বিজেপি।
এদিন নিজের পদ থেকে ইস্তফা দেন স্পিকার কেএস রমেশ কুমার। আস্থা ভোট সম্পূর্ণ হওয়ার পরই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। তবে তার আগে যে রাজনৈতিক অচলাবস্থা বেশ কিছুদিন ধরে চলেছে তা প্রত্যক্ষ করেছে সারা ভারত। আগে ৩ জন ও পরে ১৪ জন দল ত্যাগী বিধায়কের সদস্যপদ দলত্যাগ বিরোধী আইনে বাতিল করেন স্পিকার। ফলে এঁরা আগামী ৪ বছর আর ভোটেও লড়তে পারবেনা না, আবার বিধায়কও থাকবেন না।
সোমবার কর্ণাটক বিধানসভায় নিজের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হত ইয়েদুরাপ্পাকে। তা সংঘটিত হওয়ার পর স্পিকার জানান, ধ্বনি ভোটে নিজের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন ইয়েদুরাপ্পা। এদিন ভোটাভুটির আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এইডি কুমারস্বামী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বক্তব্য রাখেন।
সিদ্দারামাইয়া বিজেপিকে কার্যত হুঁশিয়ারি ছুঁড়েই বোঝান সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আদৌ কী পুরো সময় সরকার চালানো তাদের পক্ষে সম্ভব হবে! এদিকে কর্ণাটকে ফের একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা ইয়েদুরাপ্পা সেখানে বিজেপির পায়ের তলার মাটি আবার কতটা শক্তপোক্ত করতে পারেন সেদিকে চেয়ে রাজনৈতিক মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা