কাফে কফি ডে-র মালিক ভিজি সিদ্ধার্থের খোঁজে মেঙ্গালুরুর কাছে নেত্রাবতী নদীতে তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ। তাঁর গাড়ির চালকের বয়ান অনুযায়ী পুলিশের অনুমান তিনি ব্রিজ থেকে নেত্রাবতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। যদিও দেহ না পাওয়া পর্যন্ত এখনও পুরোটাই রহস্যে ঘেরা। তবে পেশাগত জীবন নিয়ে নাকি তিনি ইদানিং বড় একটা শান্তিতে ছিলেননা। অবসাদ পেয়ে বসেছিল তাঁকে। হালে একটি আইটি সংস্থায় থাকা শেয়ারও বিক্রি করে দেন সিদ্ধার্থ।
সোমবার রাতে গাড়িতে ফিরছিলেন ৬০ বছরের ভিজি সিদ্ধার্থ। তাঁর আর একটি পরিচয় তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণার বড় জামাই। সিদ্ধার্থের গাড়ির চালক দাবি করেছেন নেত্রাবতী নদীর ওপর সেতুতে গাড়ি আসার পর সেখানে গাড়ি থামাতে বলেন সিদ্ধার্থ। নেমে পড়েন গাড়ি থেকে। চালককে জানান তিনি একটু হাঁটতে চান। তাই চালক যেন গাড়ি নিয়ে ব্রিজের শেষ প্রান্তে গিয়ে সিদ্ধার্থের জন্য অপেক্ষা করেন। তিনি হেঁটে ওই পর্যন্ত গিয়ে ফের গাড়িতে উঠবেন। মালিকের কথায় চালক গিয়ে ব্রিজের শেষ প্রান্তে দাঁড়ান। কিন্তু ১ ঘণ্টা কেটে গেলেও সিদ্ধার্থ না ফেরায় সন্দেহ হয় চালকের। তিনি ব্রিজ ঘুরেও মালিকের খোঁজ না পেয়ে পুলিশকে জানান।
পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান সিদ্ধার্থ আত্মহত্যাই করেছেন। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে নদীতে শুরু হয় তল্লাশি। তবে দেহ বিকেল পর্যন্ত উদ্ধার হয়নি। তল্লাশি চলছে। নেমেছে ডুবুরি। নদীতে স্রোত থাকায় পুলিশের অনুমান দেহ স্রোতের টানে দূরে ভেসে গিয়েও থাকতে পারে। নিজের পেশাগত জীবন নিয়ে নাকি বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন সিদ্ধার্থ। সম্প্রতি তিনি বেঙ্গালুরুর একটি আইটি সংস্থা মাইন্ডট্রি লিমিটেডের ২০ শতাংশ শেয়ার বিক্রি করে দেন। বিক্রি করেন মুম্বইয়ের লারসেন এন্ড টুবরো-কে। ৩ হাজার ৩০০ কোটি টাকায় বিক্রি করেন এই শেয়ার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা