তখন ব্যস্ততা তুঙ্গে। গ্রাহকে ভর্তি ব্যাঙ্ক। ব্যাঙ্কের কর্মীরাও প্রবল ব্যস্ত। গ্রাহকের ভিড় সামলে কাজ এগোতে তাঁদের দম নেওয়ার ফুরসত নেই। ঠিক তখনই ঘটে গেল দুর্ঘটনা। আচমকা ব্যাঙ্কের সিলিং থেকে একটি বিশাল সিমেন্টের চাঁই এসে পড়ে ব্যাঙ্ক কর্মী ও গ্রাহকদের মাথার ওপর। ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১টা নাগাদ। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে. আহত হয়েছেন ১০ জন।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের একটি শাখায়। মৃত ব্যক্তির নাম প্রশান্ত বাগাল। বছর ৪০-এর ওই ব্যক্তি তখন ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদের ওই চাঁইয়ের বিশাল স্তূপ থেকে উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করতে রীতিমত বেগ পেতে হয় উদ্ধারকারীদের।
ছাদ ভেঙে এভাবে নেমে আসায় ব্যাঙ্কের উপরের তলে থাকা ক্লিনিকের পায়ের তলার মেঝে ভেঙে যায়। সে সময় ওই ক্লিনিকে বেশ কয়েকজন রোগী অপেক্ষা করছিলেন। তাঁদের কয়েকজন ওই চাঁইয়ের সঙ্গে একতলায় পড়ে যান। স্তূপের তলায় তখন ব্যাঙ্কে উপস্থিত গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীরা। আর স্তূপের ওপর তখন ওই রোগীরা। যাঁরা ওই চাঁইয়ের সঙ্গে ক্লিনিক থেকে ব্যাঙ্কে নেমে আসেন। একটানা বৃষ্টিতে ওই বাড়ির হাল খারাপ হচ্ছিল। তার জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা