পরিবেশে বদল শুরু হয়েছিল অনেক আগে থেকেই। তা সোমবার চূড়ান্ত চেহারা নিল। সোমবার ভোর থেকেই জম্মু কাশ্মীরের অনেক জায়গায় একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। খোদ শ্রীনগরে ১৪৪ সিআরপিসি ধারায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। এটা আপাতত জারি থাকবে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সাধারণ মানুষকে ঘরেই থাকতে বলা হয়েছে। রাস্তায় বার হতে পারবেন কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন। কিন্তু তাঁরা যে জরুরি পরিষেবা দিতেই যাচ্ছেন তার প্রমাণ তাঁদের দিতে হবে। সঙ্গে রাখতে হবে সেই সংক্রান্ত পরিচয়পত্র।
শ্রীনগরে সব স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। কোনও মিটিং, মিছিল করা যাবেনা। পুলিশ সূত্র সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে রাজ্যের প্রাক্তন ২ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে। যাবতীয় নিষেধাজ্ঞা সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করে ভোর থেকেই পুলিশ মাইক নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার করেছে। প্রচুর পুলিশ ও আধাসেনা মোতায়েন রয়েছে শহরে।
গত শুক্রবারই অমরনাথ যাত্রা বন্ধ করে দেয় প্রশাসন। দ্রুত পুণ্যার্থীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ১৫ অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা চলার কথা ছিল। কিন্তু অমরনাথের পথে পাক ল্যান্ডমাইন ও বন্দুক উদ্ধার হওয়ার পরই বন্ধ হয় যাত্রা। পাকিস্তান স্বাধীনতা দিবসের আগে জম্মু কাশ্মীরে বড়সড় হামলার ছক কষছে বলেও কেন্দ্রের তরফে সতর্ক করা হয়। মোতায়েন হয় প্রচুর সেনা।
কাশ্মীরের বাসিন্দা বহু যুবক, যুবতী আগে যারা সুরক্ষাকর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ত, তারা এখন বন্দুক তুলে নিয়েছে বলে সেনার তরফে দাবি করা হয়। সতর্ক করে এও বলা হয় তাদের যেন তাদের মায়েরা বুঝিয়ে বলেন অস্ত্র ত্যাগ করতে। নাহলে কিন্তু তাদের মৃত্যু অনিবার্য বলেও সতর্ক করে দেয় সেনা। এদিকে জম্মু কাশ্মীরের অনেক বিশ্ববিদ্যালয়ে সোমবার পরীক্ষা ছিল। সব পরীক্ষা বাতিল হয়েছে। মোবাইলও বন্ধ হওয়ায় সাংবাদিকদের উপত্যকা থেকে খবর করার জন্য স্যাটেলাইট ফোন দিচ্ছে বিএসএনএল। যা তাঁদের ১ লক্ষ টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা