National

৩৭০ প্রত্যাহার, স্বাগত জানালেন কাশ্মীরি পণ্ডিতরা

তাঁদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন সময়ে পালাতে হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের। ঘরছাড়া এই কাশ্মীরি পণ্ডিতরা সোমবার সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়াকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা এরফলে তাঁরা আগামী দিনে হয়তো ফের ঘরে ফিরতে পারবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ও বলিষ্ঠ সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছেন তাঁরা। কাশ্মীর বিচার মঞ্চের দাবি এরফলে জম্মু কাশ্মীরের অর্থনীতির উন্নতি হবে। কাশ্মীরি পণ্ডিতদের তরফে জানানো হয়েছে তাঁদের বহুদিনের ঘরে ফেরার আশা এই সিদ্ধান্তের ফলে বাস্তবায়িত হতে চলেছে। এতেই তাঁরা আনন্দিত।

১৯৮৯ সালে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তির দাপটে একসময় পালাতে হয় কাশ্মীরি পণ্ডিতদের। সেই সময় তাঁদের যতজন খুন হন তার বিচার করতে এবার একটি সিট গঠনেরও দাবি করেছের পণ্ডিতরা। এদিকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করাকে মান্যতা দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কেজরিওয়ালের আশা এতে কাশ্মীরে শান্তি ফিরবে। হবে উন্নতি।


আপ-এর রাস্তায় হেঁটে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিবসেনা। শিবসেনার তরফে এটা ভারতের জন্য একটা ঐতিহাসিক দিন বলে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এই সিদ্ধান্তকে ভারতের জন্য একটি কালো দিন বলে দাবি করেছেন। একইভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button