জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর বেজায় খুশি দলের কর্মীরা। এখন তাঁরা কাশ্মীরের ফর্সা মেয়েদের বিয়ে করতে পারবেন। গোটা দেশকে চমকে দিয়ে প্রকাশ্যে এমন বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। তিনি বলেন, বিজেপির যেসব অবিবাহিত কর্মীরা রয়েছেন তাঁদের সঙ্গে কাশ্মীরি মেয়েদের বিয়ে দিয়ে দেবেন। কোনও সমস্যা নেই। আগে উত্তরপ্রদেশের কোনও ছেলে কোনও কাশ্মীরি মেয়েকে বিয়ে করলে মেয়েটির নাগরিকত্ব নিয়ে সমস্যা হত। এখন আর সেসব সমস্যা রইল না।
এখানেই না থেমে সাইনি বলেন, দলের মুসলিম কর্মীদের তো আরও বেশি করে খুশি হওয়া উচিত। তাঁরা এখন কাশ্মীরেরে ফর্সা মেয়েদের বিয়ে করতে পারবেন। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের খাতাউলি বিধানসভার বিজেপি বিধায়কের এহেন মন্তব্য নিয়ে প্রবল চর্চা শুরু হয়। কড়া সমালোচনা শুরু করেন বিরোধীরা। যদিও পরে সাইনি দাবি করেন তিনি কিছু ভুল বলেননি। তাঁর বক্তব্যের মানে ছিল কাশ্মীরি মেয়েদের বিয়ে করা আর কোনও সমস্যা নয়। এটা কাশ্মীরের মানুষের জন্য একটা স্বাধীনতা।
সাইনি বলেন, এবার বিজেপি কর্মীরা নিশ্চিন্তে কাশ্মীরে জমিও কিনতে পারবেন। ৩৭০ প্রত্যাহারে গোটা দেশ খুশি বলেও দাবি করেন তিনি। বলেন দেশের মানুষ এজন্য উৎসবে মেতেছেন। বিজেপি নেতৃত্ব কিন্তু সাইনির কাশ্মীরি ফর্সা মেয়েদের বিয়ে সংক্রান্ত মন্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়েছে। যদিও নিজের বক্তব্য নিয়ে এতটুকু অনুশোচনা নেই বিক্রম সাইনির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা