ভারত-পাক সীমান্ত ধরে ২ দেশের মধ্যে যাতায়াতের একটি অন্যতম রুট আটারি সীমান্ত। এখানে রেল স্টেশনও রয়েছে। ভারত-পাক সীমানা পার করে এই রুটেই চলাচল করছিল সমঝোতা এক্সপ্রেস। যা বৃহস্পতিবার থেকে স্থায়ীভাবে বন্ধ করল পাকিস্তান। যদিও ভারতের নর্দার্ন রেলওয়ের দাবি সমঝোতা এক্সপ্রেস বন্ধ করা নিয়ে পাকিস্তানের তরফে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এদিন যাত্রী সহ ট্রেনটি তারা দাঁড় করিয়ে রেখেছিল ওয়াঘা সীমান্তে। চালক পাঠিয়ে ট্রেনটিকে নিয়ে যেতে বলে পাকিস্তান।
বৃহস্পতিবার বিকেলে ১১০ জন যাত্রী নিয়ে ভারতগামী সমঝোতা এক্সপ্রেসকে পাকিস্তানের দিকে ওয়াঘা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। ভারত থেকে চালক পাঠানো হয় সেখানে। সীমানা পার করে সেখানে পৌঁছন ভারতীয় চালক সহ কয়েকজন সহযোগী। সেখানে যাবতীয় প্রয়োজনীয় পরীক্ষার পর যাত্রী সহ ট্রেনটি নিয়ে চালক সীমানা পার করেন। ট্রেন আসে ভারতের আটারি স্টেশনে। তখন ভারতীয় সময় বিকেল সওয়া ৫টা।
পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস স্থায়ীভাবে বন্ধ করার পর এদিন ১১০ জন ভারতীয় ভারতে ফিরলেন ঠিকই কিন্তু পরের ট্রেনে ৭০ জন পাক নাগরিকের পাকিস্তানে ফেরের কথা। তাঁদের ফেরার বন্দোবস্ত পরিস্কার নয়। সেক্ষেত্রে পাকিস্তানকে ফের সমঝোতা এক্সপ্রেসকে তাদের দেশে ঢুকতে দিতে হবে। প্রসঙ্গত এর আগেও বছরের শুরুতে পুলওয়ামা কাণ্ড ও তার পর ভারতের তরফে পাকিস্তানের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর বন্ধ করে দেওয়া হয়েছিল সমঝোতা এক্সপ্রেস পরিষেবা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা