কাশ্মীর এখন আর আলাদা রাজ্য নেই। ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে গেছে জম্মু কাশ্মীর। এই বাস্তব সত্যটা এবার পাকিস্তানের মেনে নেওয়ার সময় এসেছে। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, পাকিস্তানকে এটা বুঝতে হবে যে এটা ভারতের নিতান্তই আভ্যন্তরীণ বিষয়। তাই এই বিষয় নিয়ে ভাবার দরকার নেই। বরং তারা যেভাবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করেছে সেটা পুনর্বিবেচনা করে দেখুক ইসলামাবাদ।
বিদেশমন্ত্রকের তরফে এও বলা হয়েছে এটা যে ভারতের সার্বভৌম বিষয় তা পাকিস্তানকে এবার বুঝতে হবে। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করতে হবে। ভারত কাশ্মীরে সন্ত্রাসবাদকে আরও বেড়ে ওঠার সুযোগ দিতে পারবেনা। কাশ্মীরের মানুষকে আর ভুল বুঝতে দিতে পারে না। পাকিস্তান যদি এই ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন ভারতও সিদ্ধান্ত নেবে যে তাদের কী করতে হবে।
কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, আর সে বিষয়ে বাইরের কারও নাক গলানোকে তারা আমল দেবে না কার্যত তা এদিন ফের একবার ইসলামাবাদকে বোঝানোর চেষ্টা করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ও জম্মু কাশ্মীরকে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার প্রতিবাদ জানিয়ে পাকিস্তান ইতিমধ্যেই ভারতের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। বন্ধ করেছে সমঝোতা এক্সপ্রেস। ছিন্ন করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। এখন পাকিস্তান তৎপর এই বিষয়টিকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার। যদিও ভারত যে তার জন্য তৈরি তা এদিন ভারতীয় বিদেশ মন্ত্রক পরিস্কার করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা