পুলিশ কেবল অপরাধীদের যম। প্রেমিক প্রেমিকাদের নয়। বরং প্রেমের পথে কাঁটা হলে এবার থেকে তাদের যম হবে পুলিশ। কারণ প্রেম করা অপরাধ নয়। একথা কার্যত ঢ্যাঁড়া পিটিয়ে বলে বেড়াচ্ছে রাজস্থান পুলিশ। এ যেন নিজের কান, চোখকে বিশ্বাস করতে পারছেন না প্রেমিক-প্রেমিকারা। সত্যিই তাঁদের আর কোনও ভয় রইল না! পুলিশ তাঁদের পাশে!
একেই রাজস্থানে প্রেম করা সকলের জন্য অত সহজ নয়। মৃত্যুও হতে পারে তাঁদের। আর কেউ নয়, তাঁদের পরিবারই প্রকাশ্যে তাঁদের পিটিয়ে মেরে ফেলতে পারেন। প্রেমে পড়লে সে ভয় এতদিন তাড়া করে বেড়াত যুগলদের। এখন পুলিশকে পাশে পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন তাঁরা। এখন প্রেমের পরিণতিতে মৃত্যু নয়, একসঙ্গে হাতে হাত ধরে জীবন কাটাতে পারবেন তাঁরা, এটা ভেবে যেন চমক ভাঙছে না প্রেমিক-প্রেমিকাদের। অনেকেই বুঝতে পারছেন না এটা স্বপ্ন, না বাস্তবেই এতটা নিশ্চিন্ত হতে পারলেন তাঁরা।
রাজস্থানে অনার কিলিং বা পরিবারের সম্মানার্থে হত্যা অতীতে বহু প্রেমিক-প্রেমিকার প্রাণ কেড়ে নিয়েছে। দুজন দুজনকে ভালবাসার পরিণতি হয়েছে ভয়ানক। সেই অনার কিলিং আইন করে রাজস্থানে বন্ধ করেছে রাজস্থান সরকার। এখন অনার কিলিং হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অভিযুক্তদের। এছাড়া যাবজ্জীবন, সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানার সম্ভাবনাও থাকছে। ফলে সেখানে এখন প্রেম করাটা অনেক নিশ্চিন্তের হয়েছে। আর তা ট্যুইট করে প্রচারও করেছে রাজস্থান পুলিশ।
একের পর এক ট্যুইটে ‘মুঘল-ই-আজম’-এর আশ্রয় নিয়েছে রাজস্থান পুলিশ। জানিয়েছে মুঘল-ই-আজম-এর দিন গেছে। এখন রাজস্থানে প্রেম করলে আর অনার কিলিংয়ের ভয় নেই। প্রেম করা অপরাধ নয়। তাই নিশ্চিন্তে প্রেম করুন। প্রেমিক প্রেমিকাদের কাছে তাঁদের বার্তা, যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া! অনার কিলিং তো দূরের কথা প্রেম করছে বলে যদি প্রেমিক-প্রেমিকার গায়ে হাতও পড়ে তাহলেও পুলিশ ব্যবস্থা নেবে। একথা পরিস্কার করে দিয়েছে তারা।
পুলিশের তরফ থেকে এমন সব অকল্পনীয় আশ্বাস পেয়ে খুশিতে আত্মহারা মরু রাজ্যের প্রেমিক-প্রেমিকারা। রাজস্থানে এখন হাওয়ায় ভাসছে প্রেম। বর্ষায় বসন্ত নেমেছে সে রাজ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা