কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর দেশ জুড়ে অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। একে একটা বলিষ্ঠ পদক্ষেপ বলেও বর্ণনা করেছেন অনেকে। অন্যদিকে বিরোধীদের একটা অংশ এর প্রতিবাদও করেছেন। আর এর মাঝেই একদম নিজের মত করে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত উদযাপন করলেন ২২ বছরের এক তরুণী। তাঁর পিঠ জুড়ে এখন শুধুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঝাড়খণ্ডের তরুণী ঋদ্ধি শর্মা তাঁর পিঠ জুড়ে মোদীর ট্যাটু করিয়েছেন। মোদীর পোর্ট্রেট। পুরো পিঠ জুড়েই ফুটে উঠেছে মোদীর মুখ। ঋদ্ধির খোলা পিঠে মোদীর সেই পোর্ট্রেট এখন রীতিমত আকর্ষণের কেন্দ্রে এসে ঠেকেছে। তরুণীর দাবি, তিনি নিজের মত করে ৩৭০ ধারা প্রত্যাহার পালন করছেন। তিনি যে মোদীর এক ভক্ত সেকথা জানিয়ে ঋদ্ধি বলেন, যেভাবে মোদী দেশের উন্নয়নের কাজ করে চলেছেন তাতে এটাই ছিল তাঁকে অভিনন্দন জানানোর সবচেয়ে বড় উপায়।
যে ট্যাটু আর্টিস্ট এই পোর্ট্রেট করেছেন ঋদ্ধির পিঠ জুড়ে, তিনিও অভিভূত। বিনয় সোনি নামে ওই আর্টিস্ট বলেন, তিনি দেখেছেন ওই বয়সের মেয়েরা সাধারণত তার প্রেমিকের পোর্ট্রেট করান শরীরের বিভিন্ন অংশে। কখনও কখনও কেউ মা-বাবারও পোর্ট্রেট করান। কিন্তু যাঁকে তিনি হিরো মনে করেন তাঁর পোর্ট্রেট করাতে কেউ আসেন না। সেক্ষেত্রে ঋদ্ধির এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন তিনি। ঋদ্ধির পিঠ জুড়ে এই ট্যাটু এখন রীতিমত দ্রষ্টব্য হয়ে উঠেছে সকলের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা