এক সাংবাদিক ও তাঁর ভাইকে গুলি করে হত্যা করে পালাল এক ব্যক্তি। সাংবাদিকের বাড়িতে ঢুকে ২ জনকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে। তাকে পাকড়াও করতে পুলিশের একটি আলাদা দল তৈরি করা হয়েছে। নিহত সাংবাদিকের বাড়ির চারপাশেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সূত্রপাত রবিবার সকালে। হিন্দি বলয়ের প্রথমসারির সংবাদপত্র দৈনিক জাগরণ। সেই সংবাদপত্রের সাংবাদিক ছিলেন আশিস। থাকতেন উত্তরপ্রদেশের সাহারানপুরের কোতোয়ালি এলাকায়। আশিসের বাড়ির পাশের বাড়িতেই থাকে মহীপাল। তার দুগ্ধজাত সামগ্রির ব্যবসা। গোয়ালও রয়েছে। রবিবার সকালে মহীপালের লোকজন আশিসের বাড়ির সামনে গরুর গোবর জমা করছিল। যার প্রতিবাদ করেন আশিস।
আশিস ও তাঁর ভাই আশুতোষ, ২ জনেই বেরিয়ে এসে প্রতিবাদ জানিয়ে মহীপালকে তাঁদের বাড়ির সামনে এভাবে গোবর জমা করতে মানা করেন। এই নিয়ে মহীপাল ও আশিসের ঝগড়া হয়। এর কিছু পরেই মহীপাল আশিসের বাড়িতে হাজির হয়। তারপর ২ ভাইকে সামনে পেয়ে খুব কাছ থেকে তাঁদের গুলি করে। গুলিতে রক্তাক্ত অবস্থায় আশিস ও আশুতোষ লুটিয়ে পড়তেই সেখান থেকে চম্পট দেয় মহীপাল। তাকে খুঁজছে পুলিশ। এদিকে এভাবে এক সাংবাদিককে ঘরে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় উত্তরপ্রদেশের সাংবাদিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা