উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সমাজবাদী পার্টির অন্দরমহলের ঝগড়া চরমে উঠল। গত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ছিলেন বুন্দেলখণ্ডে। সেই সুযোগে দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দেন দলের সুপ্রিমো মুলায়ম সিং যাদব ও তাঁর ভাই শিবপাল যাদব। এই প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন অখিলেশ ঘনিষ্ঠ ৫০ জন বিধায়ক। অথচ যে ৩২৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১৭৬ জন বর্তমান বিধায়ক রয়েছেন। বেছে বেছে অখিলেশ ঘনিষ্ঠদের বাদ দেওয়া নিয়ে এদিন নিজের বাসভবনে বৈঠকে বসেন অখিলেশ। ছিলেন তাঁর অনুগামী বিধায়ক ও দলীয় নেতারা। বৈঠকের পর বাবা মুলায়ম সিং যাদবকে নিজের অসন্তোষের কথা পরিস্কার করে জানিয়ে দেন অখিলেশ। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে এবারের নির্বাচন লড়তে আগ্রহী ছিলেন অখিলেশ যাদব। কিন্তু তাঁর সেই ইচ্ছাতেও জল ঢেলে দিয়েছেন মুলায়ম। বুধবার প্রার্থী তালিকা ঘোষণার সময় জানিয়ে দিয়েছেন তাঁরা একা লড়বেন। সব মিলিয়ে ক্রমশ কোণঠাসা অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে অখিলেশকে। আর সেই কাজটা গুছিয়ে করেছেন বাবা মুলায়ম সিং ও কাকা শিবপাল। সেই শিবপাল যাদব, যাঁকে মন্ত্রিসভা থেকে আরও ১০ মন্ত্রী সহ বহিষ্কার করেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই থেকেই চিড় ধরে বাপ-ব্যাটার সম্পর্কে। চিড় এখন বড়সড় ফাটলে পরিণত হয়েছে।