National

শ্লীলতাহানির অভিযোগ, বিজেপি নেতার পাল্টা দাবি ফাঁসানো হচ্ছে

গত সপ্তাহে একটি ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এক আইনের ছাত্রী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। সেই ভিডিও হুহু করে ছড়ায়। এদিকে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা ওই ছাত্রীর তারপর থেকেই কোনও খোঁজ নেই। তাঁর বাবা মেয়েকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

উত্তরপ্রদেশেরই বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগর একই অভিযোগে অভিযুক্ত হন। তাঁকে দল থেকে বহিষ্কারও করে বিজেপি। তারপর ফের স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কিছুটা হলেও যোগী আদিত্যনাথ সরকারকে অস্বস্তিতে ফেলেছে। যদিও তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন চিন্ময়ানন্দ। তাঁর দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।


বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ দাবি করেছেন, তাঁর আগে সেনগরকেও ফাঁসানো হয়েছে। এবার তাঁকেও ফাঁসানোর চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র যার অংশ অভিযোগকারিণী ছাত্রীও। তিনি দাবি করেন, এর আগেও তাঁকে ৪ যুবক ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা আদপে যোগী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা বলে দাবি করেছেন চিন্ময়ানন্দ।

উত্তরপ্রদেশের এসএস কলেজে ছাত্রী ওই তরুণী এর আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পাবলিশ করে অভিযোগ করেন অনেক মেয়ের জীবনই এভাবে নষ্ট করেছেন চিন্ময়ানন্দ। ওই কলেজের একজন ডিরেক্টর চিন্ময়ানন্দ। এদিকে ওই তরুণীর খোঁজ না মিললেও তাঁর ওই ভিডিও ক্লিপের অভিযোগের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার রাতে চিন্ময়ানন্দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ওই তরুণীর খোঁজ চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button