যে তরুণী বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে সেই দাবি করার পর থেকেই শাহজাহানপুরের এসএস কলেজের ছাত্রী ওই তরুণী বেপাত্তা ছিলেন। তাঁর বাবা পুলিশের কাছে মেয়েকে খুঁজে দেওয়ার আর্জিও জানান। তারপর থেকেই পুলিশ খোঁজ চালাচ্ছিল। বুধবার পুলিশ ওই তরুণীর খোঁজও পায়। সংবাদ সংস্থাকে পুলিশ জানিয়েছে, ওই তরুণী দিল্লির একটি হোটেলে রয়েছেন। আরও যেটা বড় তথ্য পুলিশ দিচ্ছে তা হল ওই তরুণী এক পুরুষ বন্ধুর সঙ্গে রয়েছেন। ওই যুবকই স্বামী চিন্ময়ানন্দের কাছ থেকে কিছুদিন আগে ৫ কোটি টাকা দাবি করে ফোন করে।
পুলিশের দাবি, তারা দিল্লির দ্বারকা অঞ্চলের একটি হোটেলে ওই তরুণী ও তাঁর পুরুষ বন্ধুর সন্ধান পেয়েছে। সেখানে তাঁরা একই হোটেলে রয়েছেন। সিসিটিভি ফুটেজ থেকে এটা পরিস্কার হয়েছে। যুবকও শাহজাহানপুরেরই বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। তার সঙ্গে ওই তরুণীর অনেক আগে থেকেই ভাল যোগাযোগ ছিল। তারা একসঙ্গেই এখান থেকে পালায়।
পুলিশ সূত্র সংবাদ সংস্থাকে আরও জানিয়েছে, ওই তরুণী ২৪ অগাস্ট স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ভিডিও পোস্ট করে ফোন বন্ধ করে দেন। ওই যুবকও ফোন বন্ধ করে দেয়। তারপর থেকে তাঁরা নতুন কোনও নম্বর সম্ভবত ব্যবহার করছেন। তবে তাঁদের মোবাইলের সূত্রে ধরেই পুলিশ তাঁদের হদিস পেয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পেরেছে সংবাদ সংস্থা আইএএনএস। ভিডিও প্রকাশের পর যখন তরুণীর খোঁজ ছিলনা তখনই বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ স্বামী চিন্ময়ানন্দ দাবি করেছিলেন তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা