তবে কী ভাঙনটা এবার হয়েই গেল? বাপ-ব্যাটার কলহে দু টুকরো হয়ে গেল সমাজবাদী পার্টি? উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির যে কলহ প্রকাশ্যে এসে পড়েছে তাতে তেমন ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুত্র অখিলেশ যাদব বুন্দেলখণ্ডে থাকার সুযোগ কাজে লাগিয়ে তড়িঘড়ি ভাই শিবপালকে পাশে বসিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের ৩২৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে দেন সপা সুপ্রিমো মুলায়ন সিং যাদব। যে তালিকায় বাদ পড়েন অখিলেশপন্থী বিধায়ক ও মন্ত্রীরা। উল্টে দলবিরোধী কাজের জন্য নিজের কাকা শিবপাল যাদব সহ যে দশ মন্ত্রীকে অখিলেশ মন্ত্রিসভা থেকে বহিস্কৃত করেছিলেন তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এতে বেজায় চটে যান অখিলেশ। নিজের বাসভবনে বিক্ষুব্ধ বিধায়ক মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তিনি। তারপর ২৩৫ জনের একটি সমান্তরাল প্রার্থী তালিকা বাবার সঙ্গে দেখা করে দিয়ে আসেন অখিলেশ। এঁরা যদি দলের টিকিটে দাঁড়াতে না পারেন তবে অন্য চিহ্ন নিয়ে দাঁড়াবেন বলেও বাবাকে জানিয়ে দেন ছেলে। এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী দল নয়, এখন সমাজবাদী পার্টির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের ভাঙনকে ভোটবাক্স থেকে দূরে রাখা। যা এভাবে সবকিছু সামনে আসার পর কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।