একটা মোষ চুরি করেছেন তিনি। ২০১৬ সালে সেই চুরি করেছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও ৫ জন। পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের হল সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে বাড়ি তছনছ করে বাড়িতে রাখা নগদ ২৫ হাজার টাকা ও তাঁদের একটি মোষ নিয়ে চলে যান আজম খান বলে অভিযোগ করেছেন আসিফ ও জাকির খান। সাংসদের বিরুদ্ধে মোষ চুরির অভিযোগ দায়ের করে হৈচৈ ফেলে দিয়েছেন এঁরা।
আসিফ ও জাকির খান পুলিশের কাছে দাবি করেছেন, তাঁদের বাড়ি উত্তরপ্রদেশের ঘোসিয়া ইয়েতিমখানা এলাকায়। তাঁদের বাড়ি খালি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন সমাজবাদী পার্টির অন্যতম জন্মদাতা তথা সাংসদ আজম খান। সেখানে একটি স্কুল তৈরি করার জন্য তাঁদের বাড়ি ছাড়তে বলা হয়। কিন্তু তাঁরা বাড়ি খালি না করায় তাঁদের বাড়িতে হামলা করেন আজম খান ও তাঁর অনুগামীরা।
এফআইআর-এ বলা হয়েছে যে আসিফ ও জাকির খান ওই বাড়ির আইনসঙ্গত ভাড়াটিয়া। তাঁদের নিয়মিত ভাড়া দেওয়ার রসিদও রয়েছে। প্রসঙ্গত আজম খানের বিরুদ্ধে ৫০টির ওপর মামলা রয়েছে। যারমধ্যে জমি দখল, নির্বাচনের সময় অসাংবিধানিক কথাবার্তা বলা, ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল করার সঙ্গে সঙ্গে বই চুরির অভিযোগ। মামলায় বাদ যায়নি কিছুই। এবার সেই তালিকায় নতুন সংযোজন মোষ চুরি। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা