প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন। তাঁকেও অপহরণ করে শ্লীলতাহানি করেছেন। এখন তিনি তাঁকেও হত্যা করার হুমকি দিচ্ছেন। সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছিলেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের আইন কলেজের এক ছাত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁকে রক্ষা করার আর্জিও জানান ২৩ বছরের ওই তরুণী। গত ২৪ অগাস্ট এই ভিডিও পোস্ট করার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তাঁর বাবা মেয়েকে খুঁজে দেওয়ার আর্জি নিয়ে পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ ওই তরুণীর খোঁজ করতে নেমে গত বুধবার দাবি করে যে ওই তরুণী দিল্লিতে একটি হোটেলে তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে রয়েছেন। সেই পুরুষ বন্ধুটি আবার স্বামী চিন্ময়ানন্দকে ব্ল্যাকমেল করে ৫ কোটি টাকা আদায়ের চেষ্টা করছিল। যদিও তাদের উত্তরপ্রদেশ পুলিশ ধরতে পারেনি। খোঁজ চলছিল। অবশেষে ৬ দিন পর রাজস্থানে খোঁজ মিলল ওই তরুণীর। পুলিশের দাবি ওই তরুণীর সঙ্গে তাঁর পুরুষ বন্ধুটিও ছিল। তাদের শাহজাহানপুরে নিয়ে আসা হয়েছে।
পুলিশ জানাচ্ছে ওই তরুণীকে দেখে মনে হচ্ছে না যে তাঁকে কেউ অপহরণ করেছে। বরং তাঁকে দেখে মনে হচ্ছে তিনি বেড়াতেই রাজস্থানে গিয়েছিলেন। এদিকে চিন্ময়ানন্দের বিরুদ্ধে গত ২৭ অগাস্ট রাতে ওই তরুণীকে অপহরণ করার মামলা দায়ের হয়। যদিও চিন্ময়ানন্দ পাল্টা দাবি করেন, এটা পুরোটাই তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। পুলিশ ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা