বাড়িটি পুরনো তো বটেই। এমনকি তা যে বিপজ্জনক তাও বাড়ির মালিককে প্রশাসনের তরফে জানানো হয়েছিল। বাড়ি সারাতেও বলা হয়েছিল। কিন্তু সেকথা শুনেও কোনও পদক্ষেপ করেননি তিনি। যার ফল হল ভয়ংকর। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩ তলা বাড়ি। বেঁচে গেছে কেবল একতলাটা। দোতলা, তিনতলা সম্পূর্ণ ধসে গেছে। এই ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে সদ্য বিবাহিতা এক তরুণীর।
১৮ বছরের ওই তরুণী মারা গেলেও তাঁর স্বামী বেঁচে গেছেন। বেঁচে গেছেন তরুণীর বাবা-মা ও বাড়ির আর এক সদস্য। বাড়িটি গত শুক্রবার সকালে ভেঙে পড়ে। তখন পুনম নামে ওই তরুণী ও তাঁর স্বামী ২১ বছরের ছোটু তিন তলার ঘরে ঘুমচ্ছিলেন। বাড়ির অন্য এক সদস্যও ঘুমচ্ছিলেন। শুধু পুনমের বাবা-মা একতলায় থাকতেন। তাঁরা কোনওক্রমে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারেন। পুনমের সঙ্গে বিয়ে হওয়ার পর ছোটু পুনমদের বাড়িতেই ঘরজামাই হয়ে থাকতেন।
ধ্বংসস্তূপ থেকে পুনমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ছোটু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ির অন্য সদস্যকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কেবল অক্ষত আছেন পুনমের বাবা-মা। তাঁরা ইতিমধ্যেই জামাইয়ের বাড়িতে খবর দিয়েছেন। এদিকে এই ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির বাদলি এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা