National

দাউদ, মাসুদ আজহার, লকভি ও হাফিজ সঈদ সন্ত্রাসবাদী, ঘোষণা করল ভারত

একমাস হয়ে গেল সংসদে ইউএপিএ আইনে সংশোধন হয়েছে। সেই সংশোধিত আইনের হাত ধরেই এবার ডন দাউদ ইব্রাহিম, লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ, কাশ্মীরের লস্কর প্রধান জাকিউর রহমান লকভি এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার-কে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করল ভারত। একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এদের সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়। সংশোধিত ইউএপিএ আইনে কোনও ব্যক্তিকেও সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া যাবে। এতদিন কেবলমাত্র সন্ত্রাসবাদী সংগঠনকেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া যেত।

পুলওয়ামা হামলার সঙ্গে মাসুদ আজহারের যোগ ছিল বলেও জানিয়েছে ভারত। সেইসঙ্গে প্রত্যেকের সন্ত্রাসের সঙ্গে ইতিপূর্বে যোগ এবং সন্ত্রাসবাদী সংগঠন চালানোর সঙ্গে যোগ তুলে ধরা হয়েছে। অবশ্য সন্ত্রাসবাদী সংগঠন চালানোর অভিযোগে যুক্ত নয় দাউদের নাম। তবে সন্ত্রাসের সঙ্গে তার নাম যুক্ত রয়েছে। দাউদ যে সারা বিশ্বে অন্ধকার জগত চালাতে গিয়ে কত নামে পরিচিত তারও তালিকা করে তুলে ধরেছে ভারত। দাউদ কত নামে পরিচিত তা খোলাখুলি প্রকাশ করা হয়েছে সেই তালিকায়।


লকভির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের। মুম্বই হামলার সঙ্গেও তার যোগ রয়েছে বলে জানানো হয়েছে। একদম তালিকা করে এই ৪ ঘোষিত সন্ত্রাসবাদীর অপরাধ ও সন্ত্রাস জগতে কর্মকাণ্ড তুলে ধরেছে ভারত। অবশ্যই সেখানে গুরুত্ব পেয়েছে ভারতে বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো এবং তার সঙ্গে এদের কারা কীভাবে জড়িত সেই খতিয়ান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button