এক কিশোরী সাঁতারুকে যৌন হেনস্থার অভিযোগে কাজ গেল বাঙালি সাঁতার প্রশিক্ষকের। ওই কিশোরীর একটি ভিডিও এক সিনেমা পরিচালক বিনোদ কাপরি সোশ্যাল সাইটে তুলে দেন। তা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুকে ট্যাগও করেন। ওই কোচের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানান বিনোদ। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। যা দেখার পর মন্ত্রী ট্যুইট করে জানান, ওই কোচের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা জঘন্য অপরাধ। পুলিশকে এই ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণের জন্য বলছি। এদিন কিরেণ রিজিজু ভারতীয় সুইমিং ফেডারেশনকেও জানিয়ে দেন ওই কোচ যেন আর কোথাও চাকরি না পায় তা নিশ্চিত করতে।
মন্ত্রীর কাছ থেকে নির্দেশ আসার পরই আর সময় নষ্ট না করে গোয়া সুইমিং অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে বরখাস্ত করে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া এই বিষয়ে গোয়া ফেডারেশনের কাছে একটি রিপোর্টও তলব করেছে। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া-র প্রেসিডেন্ট দিগম্বর কামাট বলেন, একটি সুয়োমোটো মামলা করে ওই কোচকে বরখাস্ত করা হয়েছে। তবে কোথায় ওই ভিডিও তোলা হয়েছে সে সম্বন্ধে তিনি নিশ্চিত নন। তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে যাকে ঘিরে এত কাণ্ড সেই সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে যোগাযোগ করার চেষ্টা করেও বিফল হয়েছে সংবাদ সংস্থা। তার ফোন বন্ধ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে সাঁতার দুনিয়ায়। স্থানীয় সাঁতারুদের বক্তব্য, সাঁতার শেখাতে গেলে কোচ ও শিক্ষানবিশের মধ্যে শারীরিক স্পর্শ হয়েই থাকে। কিন্তু সেই সুযোগকে যদি কেউ অভব্যতার জন্য কাজে লাগায় তাহলে তা কখনই কাঙ্ক্ষিত নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা