নানা অনুষ্ঠানে হ্যালোজেনের আলো লাগানো হয়ে থাকে। ফলে ওই জোরালো আলোর সঙ্গে সকলেই কমবেশি পরিচিত। কিন্তু সেই পরিচিত আলোই কেড়ে নিতে বসেছিল প্রায় ২০০ জনের চোখের জ্যোতি। বিহারের গয়া জেলার রানিগঞ্জ গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল গত বুধবার সন্ধেয়। সেখানে বিহারের মন্ত্রী সন্তোষ কুমার নিরালা থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন গ্রামের প্রায় সকলেই। সেখানে অনুষ্ঠান উপলক্ষে হ্যালোজেন আলো লাগানো হয়েছিল। সেই আলো জ্বলে উঠতেই আলোর তেজে চোখ জ্বলতে শুরু করে অনেকের।
ক্রমশ অভিযোগ বাড়তে থাকে যে ওই আলো থেকে চোখের সমস্যা হচ্ছে। তীব্র আলোয় চোখে জ্বলন হচ্ছে। এমন অভিযোগের জেরে কিছুক্ষণ পর সেই হ্যালোজেন আলো নিভিয়েও দেওয়া হয়। এরপর রাত কেটে গেছে। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের প্রায় ২০০ জন বাসিন্দা ঘুম থেকে ওঠার পর থেকেই তাঁদের চোখ জ্বলতে থাকে। দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে যায়।
দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চোখ পরীক্ষার পর তাঁদের চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়। এঁদের চোখ পরীক্ষার পর ওষুধ চালু হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ জানিয়েছেন, আলোর তেজস্ক্রিয় শক্তি চোখের ক্ষতি করেছে। তবে ভয়ের কিছু নেই। চোখ আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে ২-৩ দিন সময় লাগবে। পুরো বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা