এই মরসুমে এটা নতুন নয়। এর আগেও উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে বাজ পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ফের সেই ঘটনা ঘটল। বর্ষার পর শরতেও বিদ্যুতের ঝলকানি পিছু ছাড়ছে না। মুহুর্মুহু বাজ পড়েই চলেছে। যা নিয়ে বিজ্ঞানীরাও চিন্তিত। আগে তো এত বাজ পড়ত না! গত মঙ্গলবার বিকেল থেকে বুধবারের মধ্যে বিহারে বিভিন্ন জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। বজ্রাঘাতে আহত হয়েছেন ৬ জন।
বিহারের কৈমূর, পূর্ব চম্পারণ, জেহানাবাদ, গয়া, পাটনা, বৈশালী ও মুজফ্ফরপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এই ১৩ জনের। এরমধ্যে শুধু কৈমূরেই ৫ জনের মৃত্যু হয়েছে। পূর্ব চম্পারণে মৃত্যু হয়েছে ৩ জনের। অন্য জায়গায় ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকে।
বিহার সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলে বাড়িতে থাকার বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞেরা। জানাচ্ছেন, গাছের তলা বা খোলা আকাশের নিচ এড়িয়ে চলতে। মাথার ওপর পাকা ছাদ থাকলে ভাল হয়। অনেকে বৃষ্টির সময় গাছের তলায় আশ্রয় নেন। সেটা বারণ করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা