প্রিয়জনের আত্মার শান্তি ও মুক্তি কামনা করে অনেকেই গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসেন। বহুকাল ধরেই হিন্দু রীতিতে পিণ্ডদান চলে আসছে। কিন্তু নিছক বেড়াতে এসে যদি কেউ এই হিন্দু রীতিকে আপন করে গয়ায় পিণ্ডদান করেন তবে তা খবর বৈকি। যা করলেন ৬ রাশিয়ান মহিলা। বিহারের গয়ায় এসে তাঁরা পিণ্ডদান করলেন প্রিয়জনের আত্মার উদ্দেশ্যে। তাও কোনও খেলার ছলে নয়। একেবারে হিন্দু রীতি নীতি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে।
রাশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভারতে এসেছেন এই ৬ যুবতী। এঁরা গয়ায় এসে স্থির করেন তাঁরা তাঁদের প্রয়াত আপনজনের উদ্দেশ্যে এখানে পিণ্ডদান করবেন। তাঁদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁদের পিণ্ডদানের রীতি পালন করালেন লোকনাথ গৌড় নামে এক পুরোহিত। তিনি এঁদের যেমন যেমন ভাবে নির্দেশ দিয়েছেন, এঁরা তেমনভাবেই সব কিছু মেনে চলেছেন। সব মেনে অবশেষে ফল্গু নদীতে পিণ্ডদান করেন এই ৬ বিদেশিনী।
এঁদেরই একজন ইলিনা জানিয়েছেন, এটা মনে করা হয় ভারত হল ধর্ম ও আধ্যাত্মবাদের পীঠস্থান। তাঁর গয়ায় এসে মনে হয়েছে এখানে এসে তিনি অন্তরের শান্তি লাভ করেছেন। গয়ায় তিনি পিণ্ডদান করবেন এটা ভেবেই এসেছেন বলেও জানান ইলিনা। গত বছর রাশিয়া, জার্মানি, স্পেন, চিন, কাজাখস্তান মিলিয়ে মোট ২৭ জন গয়ায় এসে পিণ্ডদান করেন। আর মহালয়ার সময় এখানে পিণ্ডদানের কথা তো অনেকেই জানেন। ফলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই মহালয়ার সময়ে এখানে পিণ্ডদান করতে হাজির হন। এবারও তার অন্যথা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা