তিনি পেশায় কেবল টিভি অপারেটর। শনিবার সকালে নিজের অফিস খোলার পর সেখানেই ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ২ বন্ধুও। নিজেদের মধ্যে কথাবার্তা চলছিল। এমন সময় আচমকাই অফিসে হাজির হয় ১ ব্যক্তি। শুরু হয় ওই কেবল অপারেটর ও ওই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি। বেশ কিছুক্ষণ এমন চলার পর কেবল অপারেটর সনু শা-র মাথায় গুলি করে ওই ব্যক্তি।
খুব কাছ থেকে মাথায় গুলি করার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় সনু শা-র। ৩৫ বছরের সনু শা-র সঙ্গে তাঁর ২ বন্ধু যোগীন্দর ও রোমিও ওখানেই উপস্থিত ছিলেন। তাঁদেরও গুলি করে আততায়ী। তাঁরা আহত হলেও বেঁচে যান। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত সনু শা-র দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দোকান সিল করে দেওয়া হয়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় হতবাক অনেকেই।
পুলিশ আশপাশে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সনু-র ২ বন্ধুর বয়ানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের সেক্টর ৪৫-এ। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে সনু শা-র সঙ্গে স্থানীয় এক গ্যাংস্টারের যোগাযোগ ছিল। এই হত্যার পিছনে ওই গ্যাংস্টারের কোনও হাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তার সঙ্গে সনুর কোনও গণ্ডগোল চলছিল কিনা তারও খোঁজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা