এই নিয়ে এক সপ্তাহে ৩টি এমন ঘটনা ঘটল। এক বিজেপি নেতাকে রেলওয়ে ক্রসিংয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করল দুষ্কৃতিরা। ধারা সিং উত্তরপ্রদেশের যথেষ্ট পরিচিত বিজেপি নেতা। তিনি একটি চিনির কলে সেক্টর ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।
গত শনিবার কাজের শেষে তিনি বাড়ি ফিরছিলেন। উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবান্দের বাসিন্দা ধারা সিং বাইকে করে ফিরছিলেন। পুলিশ জানাচ্ছে, পথে পড়ে রণখন্দি রেলওয়ে ক্রসিং। সেখানে বাইক পৌঁছলে তাঁর পথ আটকায় বাইকে করে আসা দুষ্কৃতিরা।
ক্রসিংয়ের কাছেই ধারা সিংকে দাঁড়াতে বাধ্য করে তারা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ধারা সিং। দ্রুত সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা।
এদিকে রক্তাক্ত অবস্থায় ধারা সিংকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কারা এই কাজ করল তা এখনও পরিস্কার নয় পুলিশের কাছে। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ধারা সিংয়ের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে খুনের মোটিভ সম্বন্ধে জানার চেষ্টা চালাচ্ছে। এটা রাজনৈতিক কারণে হত্যা, নাকি এর পিছনে অন্য কোনও পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার কারণ লুকিয়ে আছে তা জানতে তদন্ত এগোচ্ছে।
এদিকে শেষ এক সপ্তাহে এখানে ৩ জন বিজেপি নেতাকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৮ অক্টোবর একইভাবে দেওবান্দে চৌধুরি যশপাল সিং নামে এক বিজেপি নেতাকে হত্যার ঘটনা ঘটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা