পাহাড়ি রাস্তা। একপাশে খাদ। অন্য ধারে খাড়াই পাহাড়। পাহাড় কেটেই বেরিয়েছে গাড়ি চলাচলের রাস্তা। আর পাহাড়ি রাস্তা মানেই মাঝেমধ্যেই কঠিন বাঁক। এই বাঁকগুলো ঠিকঠাক পার করা, গাড়িকে মেপে ঘোরানো চালকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের কাছেই হার মানতে হল পর্যটকদের নিয়ে ছুটে চলা ট্যুরিস্ট বাসকে। প্রায় হেয়ারপিন বাঁকে বাস ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাস চালক। বাস রাস্তা ছেড়ে পাশের খাদে উল্টে যায়। তারপর খাদের গা বেয়ে গড়াতে গড়াতে গিয়ে পড়ে একদম নিচে।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার বাল্মীকি কোন্ডা এলাকায়। মোরেদুমিলি ও চিনতুরু এলাকার মাঝে দুর্ঘটনাটি ঘটে। পর্যটকদের নিয়েই খাদে গড়িয়ে পড়ে বাস। আর্তনাদ ভেসে আসতে থাকে বাসের মধ্যে থেকে। বাসটি খাদে পড়ার পর দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। স্থানীয় লোকজন ও প্রশাসনের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। বাসটি তখন কার্যত দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গিয়েছে। তার মধ্যে থেকে একে একে বার করে আনা হয় মৃত ও আহতদের।
ঘটনাস্থলেই ৭ জন পর্যটকের মৃত্যু হয়। তাঁদের দেহ বাস থেকে উদ্ধার করা হয়। ১৩ জন পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ঠিক কী কারণে দুর্ঘটনা তা আরও গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে বাসের চাকার পরিস্থিতিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা