যতই তাঁকে দল থেকে তাড়ানো হোক না কেন, তিনি যে দলের সিংহভাগের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন তা প্রমাণ করে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মুলায়ম পুত্র এদিন তাঁর বাসভবনে একটি বৈঠক ডাকেন। যেখানে দলের ১৯০ জন বিধায়ক ও অধিকাংশ মন্ত্রী উপস্থিত ছিলেন। অখিলেশের দাবি, আসন্ন নির্বাচনে এঁরা সকলেই তাঁর সঙ্গে থাকার বার্তা পরিস্কার করে দিয়েছেন। এদিকে শুক্রবার অখিলেশকে দল থেকে বহিষ্কারের পর এদিন সপা সুপ্রিমো নিজের বাড়িতে একটি বৈঠক ডাকেন। যেখানে দলের নামমাত্র বিধায়ক, মন্ত্রীরই দেখা মিলেছে। দলের সিংহভাগকে পাশে পেয়ে যাওয়ায় কার্যতই আত্মবিশ্বাসী অখিলেশ এদিন বৈঠকের পর বাবা মুলায়মের সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন দলের অন্যতম নেতা আজম খান। পাকা রাজনীতিবিদের মতই অখিলেশ জানান, দলে তাঁর বাবার অবদান অনস্বীকার্য। উত্তরপ্রদেশ বিধানসভা জিতে তা বাবাকেই উপহার হিসাবে দিতে চান তিনি। এদিকে এদিনের বৈঠকের পর দলের ন্যাশনাল কনভেনশন ডেকেছেন অখিলেশ। যদিও সেই কনভেনশনে যোগ না দেওয়ার জন্য দলের নেতাদের আহ্বান জানিয়ে মুলায়ম সিং জানিয়েছেন, এই কনভেনশন বেআইনি। কারণ দলের সভাপতি হিসাবে এই কনভেনশন ডাকার অধিকার একমাত্র তাঁর আছে। অন্য কারও নয়।