যে স্কুলে পড়াত, সেই স্কুলের শিক্ষক হওয়ার সুবিধা নিয়ে স্কুলের ৫ ছাত্রীর শ্লীলতাহানি করে শ্রীঘরে যেতে হল এক শিক্ষককে। ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক বাবা-মায়ের পরেই সবচেয়ে বড় অভিভাবক। সেই শিক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে তখন তার শাস্তির প্রয়োজন রয়েছে। আর সেটাই হয়তো ওই স্কুলের কমিটিকে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপে সাহায্য করে।
ওই ৫ ছাত্রী স্কুলেরই শিক্ষকের হাতে শ্লীলতাহানির শিকার হওয়ার পর তাদের অভিভাবকরা বিষয়টি জানতে পারেন। তাঁরা বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারনাল কমপ্লেন কমিটির নজরে আনেন। এই কমিটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে যৌন অত্যাচার সংক্রান্ত বিষয়ে তদন্ত করে। এরা অভিযোগ পাওয়ার পর তা ওই স্কুলের কমিটিকে দেখতে বলে। স্কুল কমিটি বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয় ওই শিক্ষক ৫ ছাত্রীর শ্লীলতাহানির সঙ্গে যুক্ত।
তারা নিশ্চিত হওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশে এফআইআর হয়। ইন্ডিয়ান পিনাল কোডের ৩৫৪ ধারায় ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে গোয়ার পোন্ডা সাব ডিভিশনের একটি স্কুলে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলেও অভিভাবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। অভিভাবকরা ওই শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা