এক লাফে একেবারে সিংহের জন্য বরাদ্দ এলাকায় ঢুকে পড়ল এক ২১ বছরের তরুণ। দেখার কথা খাঁচার বাইরে থেকে। অন্যভাবে দেখতে গেলে সিংহ যে খোলা প্রাঙ্গণে ঘোরে তার চারপাশে পাঁচিলের ওধার থেকেও সুযোগ রয়েছে দেখার। এগুলোই নির্দিষ্ট করা রয়েছে চিড়িয়াখানায়। কিন্তু সেসব ছেড়ে ওই তরুণের সখ হল সিংহের এলাকায় প্রবেশ করে দেখবে কেমন লাগে। ওই তরুণ সিংহের জন্য নির্দিষ্ট এলাকায় ঢুকতেই হৈচৈ শুরু হয়ে যায়। ছড়ায় আতঙ্ক।
খুব দ্রুত সেখানে পৌঁছন চিড়িয়াখানার আধিকারিকরা। প্রবল তৎপরতায় তাঁরা সিংহটিকে ওই তরুণের কাছ পর্যন্ত পৌঁছতে আটকান। তারপর টেনে বার করে আনেন ওই তরুণকে। কোনওভাবে এরমধ্যে একবার যদি সিংহটি ওই তরুণের সামনে এসে পড়ত। বা তাকে নাগালের মধ্যে পেত তাহলে হয়তো ওই তরুণ প্রাণের এদিনই হত জীবনের শেষ দিন।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির চিড়িয়াখানায়। পুলিশ জানাচ্ছে, রেহান খান নামে ওই যুবক বিহারের বাসিন্দা। সে দিল্লি ঘুরতে এসেছিল। বৃহস্পতিবার সে দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে আসে। তারপরই সে আচমকা সিংহের ডেরায় ঢুকে পড়ে। ঠিক কেন সে এমনটা করল তা পরিস্কার নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই তরুণ কিছুটা হলেও মানসিক ভারসাম্যহীন। এর আগে ২০১৪ সালে ১৯ বছরের তরুণ মকসুদ ঢুকে পড়ে দিল্লির চিড়িয়াখানার সাদা বাঘ বিজয়ের জন্য ঘেরা জায়গায়। সেখানে বিজয় তাকে নাগালে পেয়ে যায়। মৃত্যু হয় ওই তরুণের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা