নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনার দরকার নেই বলেই জানান রেলমন্ত্রী। মহারাষ্ট্রে নির্বাচনকে কেন্দ্র করে একটি সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নোবেল পাওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, সকলেই জানেন যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি ধরনের ভাবনায় বিশ্বাসী। তিনি বামপন্থী। তিনি ন্যায় প্রকল্পের পক্ষে সওয়ালও করেছিলেন। কিন্তু তা দেশের মানুষ নাকচ করে দিয়েছেন।
নোবেল পাওয়ার পর ভারতীয় অর্থনীতি সম্বন্ধে বলতে গিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতীয় অর্থনীতির অবস্থা টলমল। তিনি খুব একটা ভাল বুঝছেন না। যেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্র বারবার বোঝানোর চেষ্টা করছে ভারতীয় অর্থনীতি ভাল অবস্থায় রয়েছে। অর্থনীতির বেহাল দশার প্রশ্নই নেই। সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদের এই ভিন্ন সুর হয়তো মেনে নিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মত কৃতী মানুষের প্রতি এমন আক্রমণ অবশ্য অনেকেই মেনে নিতে পারছেন না। তাঁদের মতে, অভিজিৎবাবুকে এভাবে রাজনীতিতে জড়ানো উচিত নয়। তিনি অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় কাজ করেছেন। দারিদ্রের বিরুদ্ধে লড়ার রাস্তা খোলার চেষ্টা করেছেন। নিজের ক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ সম্মানও অর্জন করেছেন। তাঁকে এভাবে বোধহয় বলা যায়না।