মাত্র ৪ মাস বয়স। অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। রাখা হয়েছিল নবজাতকদের আইসিইউ-তে। সেখানে ভর্তি ছিল মোট ৬টি শিশু। এখানে প্রধানত ইনকিউবেটরে শিশুদের রাখা হয়েছিল। হাসপাতালের ৫ তলায় শিশুদের আইসিইউ-টি রয়েছে। এছাড়াও বিভিন্ন তলায় শিশুদের চিকিৎসা চলছে। কারণ এটি পুরোটাই একটি শিশু হাসপাতাল। সেই বেসরকারি শিশু হাসপাতালেই সোমবার আচমকা আগুন লেগে যায়।
আগুন লাগে হাসপাতালের ৫ তলায়। যেখানে শিশুদের আইসিইউ রয়েছে। আগুনে পুড়ে যায় সেখানে ইনকিউবেটরে থাকা ৬টি নবজাতকের দেহ। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। বাকি ৫ জনের দেহও কিছুটা দগ্ধ হয়েছে। তাদের দ্রুত অন্য হাসপাতালে পাঠানো হয়। অন্য হাসপাতালে পাঠানো হয় ওই হাসপাতালে ভর্তি অন্যান্য তলায় থাকা ৪০টি শিশুকেও।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের একটি বেসরকারি শিশু হাসপাতালে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকল। আগুন নেভায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ছড়ায়। তবে সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে তারা। শিশুদের অভিভাবকরা এই ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির ফল বলে দাবি করেছেন। তেলেঙ্গানা সরকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা