গাধার পিঠে চড়ে চলেছেন ২ নেতা। তাঁদের মুখে কালি লেপা। গলায় ঝুলছে জুতোর মালা। এই অবস্থায় তাঁদের প্রকাশ্য রাস্তায় ঘোরালেন দলীয় কর্মীরাই। এমনই চমকে দেওয়ার মত ঘটনা ঘটল বহুজন সমাজ পার্টির ২ নেতার সঙ্গে। যাঁদের একজন দলের ন্যাশনাল কো-অর্ডিনেটর রাম গৌতম ও দ্বিতীয়জন রাজস্থানের প্রদেশ বিএসপি প্রধান সীতা রাম শিলা। এভাবে ২ বিএসপি নেতার গাধার পিঠে চেপে নগর পরিক্রমার ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।
এঁদের সঙ্গে কিন্তু কোনও বিরোধী দলের কর্মীরা এমন কাণ্ড ঘটাননি। ঘটিয়েছেন তাঁদেরই দলীয় কর্মীরা। উত্তরপ্রদেশ থেকে জয়পুরের পার্টি অফিসে পৌঁছন রাম গৌতম ও সীতা রাম শিলা। জয়পুরে রয়েছে রাজস্থানের বিএসপি-র প্রধান কার্যালয়। সেখানে পৌঁছনো মাত্রই ক্ষুব্ধ দলীয় কর্মীরা তাঁদের মুখে কালি লেপে দেন। তারপর তাঁদের জুতোর মালা পরানো হয়। এরপর আনা হয় গাধা। গাধার পিঠে চড়িয়ে দেওয়া হয় এঁদের। তারপর তাঁদের ওভাবেই রাস্তায় ঘোরান তাঁদেরই দলের কর্মীরা।
কিন্তু কেন ২ প্রথমসারির নেতার সঙ্গে দলীয় কর্মীদের এমন আচরণ? রাজস্থানের বিএসপি কর্মীদের দাবি, এই ২ নেতা ভোটে বিএসপির টিকিট বেচেছেন। যাঁরা তাঁদের টাকা দিতে পেরেছেন তাঁরাই বিএসপির টিকিট পেয়েছেন। এতে দলের দীর্ঘদিনের কর্মীরা বঞ্চিত হয়েছেন। দলের হয়ে যাঁরা কাজ করলেন তাঁরা টিকিট না পেয়ে পেয়েছেন অন্যরা। আর এজন্য রাম গৌতম ও সীতা রাম শিলা-কেই কাঠগড়ায় চাপিয়েছেন তাঁরা। এই ঘটনার অবশ্য কড়া নিন্দা করেছেন দলনেত্রী মায়াবতী। এই ঘটনার দায় কংগ্রেসের ঘাড়ে চাপিয়েছেন তিনি। তাঁর মতে কংগ্রেসই রাজস্থানে বিএসপি-তে বিভাজন তৈরি করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা