বিহারের বক্সার জেল থেকে পালাল ৫ অপরাধী। এদের মধ্যে ৪ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিল। গত শুক্রবার মধ্যরাতে সংশোধনাগারের পাঁচিল টপকে চম্পট দেয় তারা। বক্সারের জেলাশাসক জানিয়েছেন, রাত ১২টা থেকে রাত ৩টের মধ্যে এই ঘটনা ঘটে। যেখান দিয়ে এই ৫ আসামী চম্পট দেয় সেখান থেকে পাইপ, লোহার রড ও ধুতি পাওয়া গিয়েছে। পুলিশ সুপার উপেন্দ্র সিং জানান, যারা পালিয়েছে তাদের মধ্যে সনু পাণ্ডে, উপেন্দ্র শাহ, প্রাজিত সিং ও গিরধারি রাই যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসামী। বাকি সনু সিং ১০ বছরের কারদণ্ডে দণ্ডিত ছিল। সুরক্ষা ব্যবস্থার ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন উপেন্দ্র সিং। পাশাপাশি তাঁর দাবি, ঘন কুয়াশা আসামীদের পালাতে কিছুটা হলেও সাহায্য করেছে। পলাতক আসামীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে।