
ছট পুজোয় ছুটি চাই। কিন্তু শুধু আবেদন করলেই তো হবে না। আবেদনপত্র নাকচও হতে পারে। তাই এমন কিছু করতে হবে যে তাঁর আবেদন যেন নাকচ না হয়। সেসব দিক বিবেচনা করে বিহারের এক পুলিশকর্মী যা করলেন তাতে গোটা বিহার তো বটেই, এমনকি দেশ জুড়ে তিনি এখন সংবাদের শিরোনামে। ভয়ংকর কিছু ঘটাননি। কেবল একটি চিঠি দিয়েছেন। ছুটির আবেদনপত্র। আর তা পড়েই তাজ্জব সকলে।
আবেদনপত্রে সাব-ইন্সপেক্টর পদের ওই পুলিশকর্মী লিখেছেন যে, তাঁর নাম নারায়ণ সিং। তিনি ‘ছটি মাইয়া’-র দিব্যি করে জানাচ্ছেন যে তিনি গত ৪০ বছর ধরে ছট পুজো করে আসছেন। আর যদি তিনি মিথ্যা বলেন তাহলে তাঁর পুরো পরিবার তার ফল ভোগ করবে। এমন এক চিঠি হৈচৈ ফেলে দিয়েছে। এতো গেল চিঠির চমক। সংবাদ সংস্থা জানাচ্ছে, এমন চিঠি শুধু নারায়ণ সিং বলেই নয়, এমন অনেক পুলিশকর্মীই লিখেছেন। আর যাঁরাই তাঁদের ছুটির আবেদনপত্রে ‘ছটি মাইয়া’-র দিব্যি করে লিখেছেন তাঁদেরই নাকি ছুটি মঞ্জুর হয়েছে। সেই ছুটি মঞ্জুরের সংখ্যাটা নেহাত কম নয়। ৮৫ জন।
পুরো বিষয়টি নিয়ে বিহারের সমস্তিপুর জেলায় হৈচৈ পড়ে গেছে। জেলার পুলিশ সুপার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁর কাছেও খবরটা এসেছে। তিনি বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন বয়ানে ছুটির আবেদন করে চিঠি লেখার কোনও নির্দেশ পুলিশের তরফে দেওয়া হয়নি। তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে। যে বা যাঁরা এই চিঠির বিষয়ে যুক্ত বলে পাওয়া যাবে তাঁর বা তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত বৃহস্পতিবার থেকেই ছট পুজোর উপোস শুরু হয়ে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা