রাতের শহরে ফুটপাথে শুয়ে থাকা কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরের চেনা ছবি। বহু গৃহহীন মানুষের দিন কাটে ফুটপাথেই। সেখানেই তাঁদের ঘর সংসার, সন্তান সন্ততি। ফুটপাথেই রান্নাবান্না। সেখানেই পাত পেড়ে খাওয়া। আবার রাতে ফুটপাথেই একটা চাদর পেতে ঘুম। সময় বদলায় কিন্তু এই ছবি বদলায় না। আর রাস্তার ধার ঘেঁষা ফুটপাথে শুয়ে থাকা এসব মানুষ শিকার হন কিছু বেপরোয়া গাড়ির প্রবল গতির। এভাবেই একটি দ্রুত গতির বাস এবার পিষে দিল ২ পথ শিশুকে। যারা রাতে ফুটপাথের ধারেই পরিবারের সঙ্গে শুয়ে ঘুমচ্ছিল।
পুলিশ জানাচ্ছে, বাসটি দিল্লি থেকে আসছিল। ফৈজাবাদ হয়ে লখনউ পৌঁছয় রাতে। লখনউয়ের রাতের রাস্তা ধরে দ্রুত গতিতে ছুটছিল বাসটি। এই সময় কোনওভাবে চালক নিয়ন্ত্রণ হারায়। বাস রাস্তা ছেড়ে উঠে পড়ে ফুটপাথে। সেখানে শুয়ে থাকা একটি পরিবারের ওপর দিয়ে চলে যায় বাসের চাকা। তারপর সেটি গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়।
ঘটনাস্থলেই চাকায় পিষে গিয়ে মৃত্যু হয় ২ শিশুর। পরিবারটির অন্যরাও চাকায় আঘাত পেয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। শিশু ২টির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। চালককে খুঁজছে পুলিশ। বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা