খেলা ছিল গুয়াহাটিতে। সেখানকার স্থানীয় একটি ফুটবল ক্লাবের হয়ে খেলতেই আসছিল ৪ নাইজেরীয় ফুটবলার। ভারতে নাইজেরীয় ফুটবলারদের কদর যথেষ্ট। ফলে তারাও অর্থ উপার্জনের জন্য এখানে খেলতে আসে। কিন্তু তা হয় নিময় মেনে। গত শনিবার কিন্তু বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে ঢোকে এই ফুটবলাররা। এদের প্রত্যেকের বয়স ২৩ থেকে ২৯-এর মধ্যে। ত্রিপুরার আগরতলা পর্যন্ত চলেও এসেছিল তারা। কিন্তু তারপর গুয়াহাটিগামী ট্রেন ধরতে গেলেই হয় বিপত্তি।
গুয়াহাটিগামী ট্রেনে চড়তেই ওই ৪ নাইজেরীয় ফুটবলারকে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ। তাদের কাছে থেকে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু সেসব দেখাতে পারেনি তারা। দেখা গেছে ৪ জনের মধ্যে ৩ জনের কাছে পাসপোর্ট ও বাংলাদেশের ভিসা রয়েছে। কিন্তু কারও কাছেই ভারতে প্রবেশের ভিসা নেই। নিছক বাংলাদেশ বর্ডার টপকেই তারা নিশ্চিন্তে ঢুকে পড়ে ভারতে।
পুলিশ জানাচ্ছে জিআরপি গ্রেফতার করে ধৃতদের তাদের হাতে তুলে দেওয়ার কথা। তবে প্রাথমিক তদন্তের পর এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে তারা গুয়াহাটিতে ওই ম্যাচ খেলতেই আসছিল। কিন্তু এভাবে কেন? তারা তো সঠিক নিয়ম মেনেই ঢুকতে পারত। সেখানেই খটকা। তাই তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে ৮৫৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এরমধ্যে এখনও বেশ কিছু অংশে কাঁটাতারের বেড়া নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা