National

অখিলেশকে দলনেতা বেছে নিলেন সপা-র নেতা, কর্মীদের সিংহভাগ

যখন সকলের মনে হতে শুরু করছে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বাপ-ব্যাটার লড়াই এবার শেষ। আবার আগের মতই চলবে রাজ্যের ক্ষমতাসীন দল। ঠিক তখনই নতুন মোড় নিচ্ছে যাদব পরিবারের এই গৃহযুদ্ধ। পুরানো বছরের শেষ দিনে মুলায়ম সিং ও অখিলেশের সন্ধির পর মনে হয়েছিল সব মিটে গেল। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই সেই সন্ধি উধাও! অখিলেশের ডাকে এদিন দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অংশ নেন প্রায় ৫ হাজার সপা নেতা, কর্মী। তাও আবার তাঁদের দলের নেতা মুলায়ম সিংয়ের বারণ অগ্রাহ্য করে। বৈঠকে মুলায়মকেও চমকে দিয়ে সকলে অখিলেশকে দলপ্রধান হিসাবে মেনে নেন। যা একেবারেই মেনে নেননি মুলায়ম সিং যাদব। সাফ জানিয়েছেন, এই কর্মসমিতির বৈঠক অবৈধ। কারণ এই বৈঠক ডাকার ক্ষমতা একমাত্র দলপ্রধান হিসাবে মুলায়ম সিংয়েরই আছে। আর সেজন্য এই বৈঠক দলের তরফে আগামী ৫ জানুয়ারি ডাকা হচ্ছে। এদিকে এদিনের কর্মসমিতির বৈঠকে মুলায়মের জন্য আরও বড় ঝটকা তাঁর ভাই শিবপাল যাদবের দলের পদ হারানো। সপা থেকে বহিষ্কার করা হয়েছে অমর সিংকেও। ছেলের মোক্ষম চালে এতগুলো ধাক্কা মুলায়ম কতটা সামলে উঠতে পারবেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button