বেড়েই চলেছে পেঁয়াজের দাম। দেশের অনেক জায়গায় এখন ৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ। মধ্যবিত্তের মাথায় অবশ্য পেঁয়াজের দাম নতুন করে হাত ফেলছে না। কারণ পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরেই বেড়ে রয়েছে। প্রথমে ৪০, তারপর ৫০, তারপর ৬০, তারপর ৭০ এবং এবার দেশের অনেক বাজারে ৮০ টাকা কেজিতে ঠেকেছে পেঁয়াজের দাম। নিত্যদিন হেঁশেলে পেঁয়াজ দরকার। কোনও আনাজের দাম এমন পর্যায়ে গেলে মানুষ সেটার দাম কমা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। কিন্তু আলু, পেঁয়াজ, আদা বা রসুনের ক্ষেত্রে সে সুযোগ নেই। কিছুটা তো কিনতেই হবে। আর তাতেই সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি রব উঠেছে।
দেশে বাড়তে থাকা পেঁয়াজের দাম নিয়ে এবার নড়ে চড়ে বসল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। তারা এবার দেশে পেঁয়াজের এই চড়া দামে লাগাম দিতে অন্য পথে হাঁটার কথা জানিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার যে নিয়ম রয়েছে তা অনেকটাই শিথিল করে দেওয়া হচ্ছে। যাতে দ্রুত অন্য দেশ থেকে ভারতে পেঁয়াজ আমদানি করা যায়। যথেষ্ট পরিমাণ পেঁয়াজ সরকারের এমন সাহায্যে দ্রুত আনা সম্ভব ব্যবসায়ীদের। কারণ আমদানির হেপা কম পোয়াতে হবে।
আফগানিস্তান, ইরান, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আসার কথা ভারতে। এখনই ৮০ কন্টেনার পেঁয়াজ আনা হচ্ছে। পরে জলপথে আরও ১০০ কন্টেনার আনা হবে। এই পরিমাণ পেঁয়াজ ভারতে পৌঁছলে ভারতে পেঁয়াজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। দেশের মধ্যে রাজস্থান ও কর্ণাটক থেকে পেঁয়াজ আনার বন্দোবস্ত হচ্ছে। রাজস্থানে ইতিমধ্যেই মাঠ থেকে নতুন পেঁয়াজ তোলা শুরু হয়ে গেছে। রাজস্থান সরকার মনে করছে খুব দ্রুত তারা সেই পেঁয়াজের যোগান দিতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা