সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মিড ডে মিল খাওয়ানো হয় বহুদিন ধরেই। সারা ভারতেই এই প্রকল্প চালু রয়েছে। সেই মিড ডে মিল খেয়ে গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়ল ২০ জন পড়ুয়া। কারও শুরু হয় বমি। কারও পেট খারাপ হয়ে মলত্যাগ ঘনঘন হতে থাকে। ঝিমিয়ে পড়ে তারা। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে ২০ জনেরই চিকিৎসা শুরু হয়। যদিও সন্ধের মধ্যে তাদের সকলকেই অনেকটা সুস্থ করে তোলেন চিকিৎসকেরা। রাতের মধ্যে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে ওষুধ চলবে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? স্বভাবতই এই ঘটনার খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার একটি সরকারি স্কুলে।
প্রশাসনের তরফে চিত্রদুর্গের সিইও জানিয়েছেন ওই স্কুলের ছাত্রছাত্রীদের খাওয়া থালা সংগ্রহ করে তা ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাব থেকে রিপোর্ট এলে খাবারে কোনও বিষক্রিয়া হয়েছে কিনা তা পরিস্কার হবে। তবে তিনি জানিয়েছেন যে, ভাত যে পাত্রে রান্না হয়, সেই পাত্রে একটি টিকটিকি পাওয়া গিয়েছে। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই টিকটিকি রান্নার সময় ভাতের মধ্যে পড়ে ভাতকে বিষাক্ত করেছে। যা থেকে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা